কলম্বিয়ার সেনাবাহিনী, বিমানবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দাইরো আন্তোনিও উসুগা ওরফে ওতোনিয়েলকে গ্রেপ্তার করা হয়। ছবি: সংগৃহীত

কলম্বিয়ার সবচেয়ে বড় অপরাধী চক্রের নেতা এবং শীর্ষ মাদক কারবারি দাইরো আন্তোনিও উসুগাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, কলম্বিয়ার এই ‘মাদক সম্রাট’ ওতোনিয়েল নামেই বেশি পরিচিত। শনিবার সেনাবাহিনী, বিমানবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কলম্বিয়া সরকার ওতোনিয়েলকে ধরিয়ে দিতে আট লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্র তাঁর মাথার দাম ঘোষণা করেছিল ৫০ লাখ ডলার।

কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে এক ভিডিও বার্তায় বলেছেন, এই শতাব্দীতে আমাদের দেশে মাদক পাচারকারীদের বিরুদ্ধে সবচেয়ে বড় ধাক্কা এটা। এটা শুধু ১৯৯০ এর দশকে পাবলো এসকোবারের পতনের সঙ্গেই তুলনীয়।