রাশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণের রেকর্ড হয়েছে। ২৩ অক্টোবর (শনিবার) পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বোচ্চ ১ হাজার ৭৫ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। এ নিয়ে রাশিয়ায় করোনায় মৃত্যু ২ লাখ ২৯ হাজার ছাড়াল। করোনায় মৃত্যুর হিসাবে ইউরোপের দেশগুলোর মধ্যে রাশিয়াই শীর্ষে রয়েছে। খবর এএফপির।

রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত টিকা স্পুটনিক-ভি। দেশটিতে এখন পর্যন্ত মাত্র ৩৬ শতাংশ মানুষ টিকার পূর্ণ ডোজ নিয়েছেন। টিকা নেওয়ায় মানুষের অনাগ্রহ করোনা মহামারি নিয়ন্ত্রণে না আসার অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রুশ কর্তৃপক্ষের তথ্যমতে, ২৩ অক্টোবর পর্যন্ত দেশটিতে ৩৭ হাজার ৬৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে মস্কো এখন সংক্রমণ কেন্দ্র। সংক্রমণ নিয়ন্ত্রণ হয়ে ওঠায় ২৮ অক্টোবর থেকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত জরুরি নয়—এমন সব পরিষেবা বন্ধ থাকবে মস্কোয়। এ ছাড়া দেশজুড়ে সব কর্মীকে বেতনসহ এক সপ্তাহ ছুটির নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।