করোনাভাইরাস I প্রতীকী ছবি

দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৮৫ জনের। গতকাল রোববার ৬ জনের মৃত্যু এবং ৩২৯ জন রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেই হিসাবে এক দিনের ব্যবধানে করোনায় মৃত্যু কমলেও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের হিসাবে, এ নিয়ে মোট ২৮ হাজার ৩১ জনের মৃত্যু হলো। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৭১০ জন।

গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৯১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। ২২ হাজার ৩৭টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৭৫ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ১১ লাখ ৪২ হাজার ২৩৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ১৮ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

মৃতদের মধ্যে ২ জন পুরুষ এবং ১ জন নারী। ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।