জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ছবি : সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। টোকিওতে তাঁর রাষ্ট্রীয় বাসভবনে বিশ্রামে আছেন তিনি। খবর দ্য ডেইলি স্টারের।

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, জাপান যখন করোনার সপ্তম ঢেউ মোকাবিলা করছে, তখন দেশটির প্রধানমন্ত্রী এতে আক্রান্ত হলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, শনিবার (২০ আগস্ট) রাত থেকে কিশিদা হালকা জ্বর ও কাশিতে ভুগছেন। সোমবার (২২ আগস্ট) সকালে পিসিআর পরীক্ষার পর তাঁর করোনা শনাক্ত হয়।