করিমগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া একজন। ছবি: কিশোরগঞ্জ জেলা পুলিশ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ১৮০টি ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে করিমগঞ্জ থানা পুলিশ।

গত বুধবার তাঁকে গ্ৰেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার করিমগঞ্জ থানাধীন করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একজন লোক মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এসআই মো. রাকিবুল হাসানের নেতৃত্বে করিমগঞ্জ থানা-পুলিশের একটি বিশেষ আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁর পেছনে ধাওয়া করে করিমগঞ্জ থানাধীন ঘোনাপাড়া গ্রামের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে নির্মানাধীন রাস্তার ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তির নাম আলম মিয়া (৩১)। তিনি করিমগঞ্জ থানাধীন সিদলারপাড় গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে।

আসামি আলমের কাছে থেকে ১৮০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। প্রাথমিকভাবে আসামি আলম দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত বলে স্বীকার করেন। এ ঘটনায় করিমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।