‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্যে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করছে বাংলাদেশ পুলিশ। এ উপলক্ষে আজ শনিবার সকালে রাজধানীতে র‌্যালির আয়োজন করা হয়। খবর জাগো নিউজের।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তর থেকে র‌্যালি শুরু হয়। বিভিন্ন সড়ক ঘুরে র‌্যালিটি রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।

সকালে ডিএমপির বিদায়ী কমিশনার মোহা. শফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যালি শুরু হয়। র‌্যালিতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কে এম হাফিজ আক্তার, সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।