জব্দকৃত ইয়াবা ও ফেনসিডিল। ছবি: সংগৃহীত

রাজধানীর ভাষানটেক এলাকা থেকে ৪ হাজার ইয়াবা বড়ি, ৪৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাষানটেক থানা-পুলিশ।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, বুধবার (৩ নভেম্বর) বেলা আড়াইটার দিকে ভাষানটেক সরকারি কলেজের সামনে থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. জাহিদুল আলম ও মো. তানজিল হোসেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় ভাষানটেক থানা-পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন দুই মাদক কারবারি। তবে পুলিশ সদস্যরা ধাওয়া করে আসামিদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ইয়াবা বড়ি এবং ৪৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।