সংবাদ সম্মেলনে কথা বলছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন বিপিএম (বার)। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর ফার্মগেটে ছুরিকাঘাতে পুলিশ সদস্য মনিরুজ্জামান তালুকদার হত্যার ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা-পুলিশ ও গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সোমবার (৩ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন বিপিএম (বার) জানান, আসামিরা হলেন রাব্বি, লিটন ও কামরুল। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে প্রথমে রাব্বিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে জব্দ করা হয় চাকু ও মোবাইল ফোন।

তিনি আরও বলেন, রাব্বির দেওয়া তথ্যের ভিত্তিতে লিটন ও কামরুলকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামিরা।