জব্দকৃত গাঁজা ও ফেনসিডিল। ছবি : ডিএমপি নিউজ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গাঁজা, ফেনসিডিলসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। তাঁদের নাম মো. জসিম উদ্দিন ও মো. রমজান আলী।

গতকাল শনিবার (১৩ নভেম্বর) রাত ৯টা ৩০ মিনিটে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ সিটি করপোরেশন অফিসের সামনে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম। খবর ডিএমপি নিউজের।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম জানান, কিছু মাদক কারবারি যাত্রাবাড়ী থানার গোলাপবাগ সিটি করপোরেশন অফিসের সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন বলে সংবাদ পান। সেই সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে গাঁজা, ফেনসিডিলসহ আসামিদের করা হয়।

তিনি জানান, এ সময় তাঁদের কাছ থেকে ১০ কেজি গাঁজা ও ২৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার জানান, গ্রেপ্তারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা, ফেনসিডিল সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।