কক্সবাজারের উখিয়ায় এপিবিএনের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার দুই রোহিঙ্গা। ছবি: বাংলাদেশ পুলিশ

কক্সবাজারে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন) অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে। উখিয়া থানার রাজাপালং এলাকা থেকে ৬ আগস্ট (শনিবার) রাতে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার দুই আসামির নাম আসমতউল্লাহ (২৮) ও মো. ইলিয়াস (১৮)। তাঁদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়।

এপিবিএন জানায়, কক্সবাজারে ১৪ এপিবিএনের নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ৬ আগস্ট রাত সোয়া ৯টার দিকে উখিয়া থানার রাজাপালং ইউনিয়নে রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে আসমতউল্লাহ ও ইলিয়াসকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। মামলা দায়েরের পর আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।