ফৌজদারি মামলা হওয়ার উপক্রম হয়েছে— এমন সব বিষয়ে সমস্যা সমাধানে কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ‘ক্রাইম প্রিভেনশন ক্লিনিকে’ শুনানি অনুষ্ঠিত হবে। আজ রোববার (১০ সেপ্টেম্বর) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা হলরুমে বিকেল ৪টায় এ শুনানি শুরু হবে।

দীর্ঘদিনের বিরোধ, বখাটে সন্তান, পারিবারিক সংকট নিয়ে ফৌজদারি মামলা না করে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা-পরামর্শের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য সবাইকে শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

জমিজমাসংক্রান্ত বিরোধ ও সম্পর্ক নিয়ে যেসব ফৌজদারি মামলা দায়ের করা হয়, তার অধিকাংশই সামাজিক ইস্যু। কিন্তু অনেকে ঘুরিয়ে-পেঁচিয়ে এসব মামলাকে যেনতেনভাবে ফৌজদারি মামলায় রূপান্তর করার অভিপ্রায় লক্ষ করা যায়। এ কারণে ফৌজদারি মামলা হওয়ার উপক্রম হয়েছে এমন সব বিষয়ে সমস্যা সমাধানে কুড়িগ্রাম জেলা পুলিশ ‘ক্রাইম প্রিভেনশন ক্লিনিক’ চালু করেছে।