প্রতীকী ছবি

কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে গত সেপ্টেম্বরে ১৮৬ জন ওয়ারেন্টের আসামি গ্রেপ্তারসহ ৫৫৪টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে আজ রোববার এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, কুড়িগ্রামের বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্ট মূলে জিআর ওয়ারেন্ট মূলে ১০৫ জন (সদর ২৪, রাজারহাট ১০, উলিপুর ১৫, নাগেশ্বরী ১৩, ফুলবাড়ী ১০, ভূরুঙ্গামারী ১০, চিলমারী ৬, রৌমারী ১০, কচাকাটা ২, ঢুষমারা ৪, রাজিবপুর ১), সিআর ওয়ারেন্ট মূলে ৬৩ জন (সদর ১৬, রাজারহাট ৬, উলিপুর ৩, নাগেশ্বরী ৭, ফুলবাড়ী ৫ ভূরুঙ্গামারী ৫, চিলমারী ৩, রৌমারী ১২, কচাকাটা ৩, রাজিবপুর ৩), সাজা জিআর ওয়ারেন্ট মূলে ১১ জন (সদর ১, রাজারহাট ৩, ফুলবাড়ী ৪, ভূরুঙ্গামারী ১, রৌমারী ২), সাজা সিআর ওয়ারেন্ট মূলে ৭ জন (সদর ৪, রাজারহাট ১, ফুলবাড়ী ১, উলিপুর ১) মোট ১৮৬ জন ওয়ারেন্টিকে গ্রেপ্তারসহ সর্বমোট ৫৫৪টি ওয়ারেন্ট নিষ্পত্তি করেছে জেলা পুলিশ।