বগুড়ায় পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আবদুল বাতেন বিপিএম, পিপিএম। ছবি: বাংলাদেশ পুলিশ

শোকের মাস আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে বগুড়ায় পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। ৬ আগস্ট (শনিবার) কর্নারটি উদ্বোধন করা হয়।

বঙ্গবন্ধু কর্নারটির একাংশের দেয়ালে রয়েছে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন পর্যায়ের ছবি। ছবি: বাংলাদেশ পুলিশ
অনাড়ম্বর অনুষ্ঠানে বঙ্গবন্ধু কর্নারটির উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আবদুল বাতেন বিপিএম, পিপিএম।

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর পরিকল্পনা ও নির্দেশনায় নির্মিত বঙ্গবন্ধু কর্নারটি দুর্লভ আলোকচিত্র, বই, উক্তি ও ডিসপ্লেতে সুসজ্জিত। রয়েছে বঙ্গবন্ধুর লেখা ৩টি বইসহ বঙ্গবন্ধু ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে বরেণ্য লেখকদের লেখা অনেকগুলো বই। বঙ্গবন্ধু কর্নারের দেয়ালটি বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন পর্যায় ও কীর্তির আলোকচিত্র দ্বারা সুসজ্জিত।

বঙ্গবন্ধুর নানা উক্তি দিয়েও সাজানো হয়েছে কর্নারটি। ছবি: বাংলাদেশ পুলিশ

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।
বঙ্গবন্ধু কর্নারের একাংশ। ছবি: বাংলাদেশ পুলিশ
বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আবদুল বাতেন বিপিএম, পিপিএম। ছবি: বাংলাদেশ পুলিশ