পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি পাকিস্তান সুপার লিগে (পিসিএল) করাচি কিংসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পিসিএলে আরও কয়েকজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই এ দুঃসংবাদ শুনতে হচ্ছে দর্শকদের।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের বরাত দিয়ে যুগান্তরের খবরে এ কথা জানানো হয়।

করোনা পজিটিভ হয়েছেন পিসিএলের অন্যতম দল পেশোয়ার জালমির দুই ক্রিকেটার ওয়াহাব রিয়াজ ও হায়দার আলি। ওয়াসিম আকরাম এবং এই দুই খেলোয়াড় আইসোলেশন ও পরপর দুবার পিসিআর টেস্টে নেগেটিভ হয়ে দলের সঙ্গে যোগ দিতে পারবেন।

পেশোয়ার জালমির দুই ক্রিকেটার কামরান আকমল ও আরশাদ ইকবাল পজিটিভ হয়েছিলেন আগেই। ফলে এখন পেশোয়ার দলে কোভিড পজিটিভ সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াল ৪-এ।

কাল বৃহস্পতিবার মুলতান সুলতান্স এবং করাচি কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে পিএসএলের এবারের আসর। টুর্নামেন্টকে সামনে রেখে যেকোনো ধরনের জরুরি অবস্থার জন্য প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন পিসিবিপ্রধান রমিজ রাজা।

রমিজ আগেই জানিয়েছিলেন, যদি দুদলে ১৩ জন করে কোভিড নেগেটিভ ক্রিকেটার থাকেন, তখনই ম্যাচ শুরু হবে।