জব্দ করা স্বর্ণের বার। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাতটি স্বর্ণের বারসহ চার পাচারকারীকে আটক করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিমানবন্দরের কাস্টমস এলাকা এবং পার্কিং এরিয়া থেকে তাঁদের আটক করা হয়।

আসামিরা হলেন জিয়াউল হক (৩৭), সোহানুর রহমান সোহাগ (২৫), নুরুদ্দিন (৪৫) ও নজরুল ইসলাম (৪০)।

৭ এপিবিএনের উপপরিদর্শক (এসআই) নুরুল হুদা জানান, সৌদি আরবের জেদ্দা থেকে মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সন্দেহভাজন চার ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের তল্লাশি চালিয়ে সাতটি স্বর্ণের বার জব্দ করা হয়, যার আনুমানিক দাম ৬৩ লাখ টাকা।

তিনি আরও জানান, এসব স্বর্ণের বার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।