ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে হাইওয়ে পুলিশের একটি দল। ছবি: পুলিশ নিউজ

নারায়ণগঞ্জ জেলার ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে দুই শতাধিক নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে মহাসড়কের গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্টে চালানো অভিযানের পর প্রতি গাড়িকে ২ হাজার ৫০০ টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্র জানায়, কাঁচপুর হাইওয়ে থানা, শিমরাইল ও ভুলতা ক্যাম্পের পুলিশ সদস্যরা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সাইনবোর্ড, সানারপাড়, শিমরাইল মোড়, মদনপুর, মোগড়াপাড়া, বরপা, তারাব এলাকায় অভিযান চালিয়ে এসব অটোরিকশা জব্দ করে।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে ক্যাম্পের ট্রাফিক ইনচার্জ মশিউর রহমান জানান, হাইওয়ে হেডকোয়ার্টার্সের নির্দেশে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্টে একযোগে অভিযান চালানো হয়েছে।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ড থেকে পুরিন্দা বাসস্ট্যান্ড পর্যন্ত অংশের দায়িত্ব পাওয়ার পর থেকেই হাইওয়ে পুলিশ এই অঞ্চলে নিষিদ্ধঘোষিত থ্রি হুইলারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। মহাসড়কে থ্রি হুইলার চালানো বন্ধ করতে সভা, সেমিনার, উঠান বৈঠক ও কমিউনিটি পুলিশিং ফোরামের মাধ্যমে জনসচেতনতামূলক মাইকিং করা হয়।

মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় ও সড়ক দুর্ঘটনা থেকে নাগরিকের জীবন বাঁচাতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে হাইওয়ে পুলিশ।