ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: সংগৃহীত

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে ফ্রান্সের ঘনিষ্ঠ সম্পর্কের দৃষ্টিভঙ্গি তুলে ধরে শুক্রবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এই অঞ্চলের ‘সংঘাত’ অবসানের আহ্বান জানিয়েছেন।

ব্যাংককে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ২১টি শক্তিধর দেশ নিয়ে এপেক গঠিত।

মার্কিন-চীন ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখে তিনি এই অঞ্চলে ফ্রান্সের কৌশলগত সম্পর্ক পুনরায় সক্রিয় করতে চাইছেন।

সম্মেলনের ফাঁকে ব্যবসায়ী নেতাদের এক সমাবেশে ফরাসি প্রেসিডেন্ট বলেন, এই অঞ্চলে সংঘর্ষ এড়াতে এবং স্থিতিশীলতা ফেরাতে ফ্রান্স ভূমিকা পালন করতে চায়।

মাখোঁ আরও বলেন, ‘আমরা আধিপত্যে বিশ্বাস করি না, আমরা সংঘাতে বিশ্বাস করি না। আমরা স্থিতিশীলতায় বিশ্বাস করি।’