পাকিস্তানে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৩০ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

রোববার (৬ আগস্ট) সিন্ধু প্রদেশের নওয়াবশাহ শহরের সাহারা রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর দ্য ডনের।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, হাজারা এক্সপ্রেস নামের ওই ট্রেন করাচি থেকে অ্যাবোটাবাদ শহরে যাচ্ছিল। পথে সাহারা রেলস্টেশনের কাছে ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

পাকিস্তান রেলওয়ের কর্মকর্তা মহসিন সিয়াল বলেন, কতগুলো বগি লাইনচ্যুত হয়েছে ,তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নওয়াবশাহর মূল হাসপাতাল এবং সিন্ধু জেলার আশপাশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সিন্ধুর ট্রেন পরিষেবাও বন্ধ রয়েছে।