গোল উদযাপন করছেন লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে নেইমার, কিলিয়ান এমবাপ্পে, সার্জিও রামোস ও মার্কো ভেরাত্তিকে ছাড়াই শনিবার (৪ ফেব্রুয়ারি) মাঠে নেমেছিল পিএসজি। তবে তাঁদের অভাব বুঝতে দেননি মেসি-হাকিমিরা। তুলুজের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতে শীর্ষ স্থান মজবুত করেছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।

পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে ২০তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করে তুলুজকে এগিয়ে দেন মিডফিল্ডার ফন বুমেন। ৩৮তম মিনিটে ম্যাচে সমতা আনে পিএসজি। কার্লোস সোলেরের পাস ধরে ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দারুণ শটে গোল করেন আশরাফ হাকিমি। সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর অধিপত্য বিস্তার করে খেলতে থাকে পিএসজি। ৫৮তম মিনিটে লিড নেয় দলটি। ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে তুলুজের জালে বল পাঠান মেসি। ফলে ২-১ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ক্রিস্টাফ গালতিয়েরের শিষ্যদের।

এই জয়ে ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। এক ম্যাচ কম খেলা মার্শেই ৪৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।