অ্যান্টিগায় অনুশীলনে সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।

দলে যোগ দিয়ে রোববার প্রথম অনুশীলন করেন তিনি। খবর বাসসের।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে যখন তিন দিনের প্রস্তুতিমূলক ম্যাচ নিয়ে দলের সতীর্থরা ব্যস্ত, তখন মাঠের সীমানার পাশেই ফিটনেস ট্রেনিংয়ে ঘাম ঝরিয়েছেন সাকিব। স্কিল অনুশীলন শেষে নেটে ব্যাটিং অনুশীলন করেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশ দল যে মাঠে খেলছে, সেই মাঠের সীমানা ঘেঁষে ফিটনেস ট্রেনিং করছেন সাকিব। মাটিতে বল ছুড়ে, দৌড়ঝাঁপ করে, বুক ডাউন দিয়ে পুরো মাঠ রানিং করেন তিনি।

স্কিল ট্রেনিং শেষে নেটে ব্যাটিং অনুশীলন করেন সাকিব। নেটে থ্রো ডাউন ও নেট স্পিনারদের বিপক্ষে ব্যাটিং করেন তিনি।

মোমিনুল হক টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর তৃতীয়বারের মতো দায়িত্ব পান সাকিব। ১৬ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে অধিনায়ক হিসেবে আবারও পথচলা শুরু করবেন তিনি।