শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বিএমপি কমিশনার

আজ সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার)।

ফুটবল-তরুণ ক্যাটাগরিতে বরিশাল বনাম পটুয়াখালী ম্যাচের মধ্য দিয়ে গেমসের উদ্বোধন হয়।

উল্লেখ্য, ৬টি ইভেন্ট ও দুটি ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ের আন্তজেলা শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস-২০২৩ আয়োজন করা হয়।

ইভেন্টগুলো হলো ফুটবল (তরুণ-তরুণী), কারাতে (তরুণ-তরুণী), কাবাডি (তরুণ), ব্যাডমিন্টন (তরুণ-তরুণী), দাবা (তরুণ-তরুণী), অ্যাথলেটিকস (তরুণ-তরুণী) ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মো. আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি বরিশাল; এস এম আখতারুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), বরিশাল ও সহসভাপতি বিভাগীয় ক্রীড়া সংস্থা বরিশাল; খোন্দকার আনোয়ার হোসেন, জেলা প্রশাসক, বরিশাল; মো. জাহাঙ্গীর হোসেন; মেজর মো. ইফতেখার আলম, পিএসসি; শেখ হাসিনা সেনানিবাস, বরিশাল; অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, বরিশাল জেলাসহ ক্রীড়াসংশ্লিষ্ট সকল ব্যক্তি।