স্বাস্থ্যমন্ত্রী সোমবার সচিবালয়ে বেসরকারি মেডিকেল ও ডেন্টালে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া অটোমেশন-বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: বাসস

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে, তাই সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন মাননীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘এখন থেকে সবাইকে সতর্ক থাকতে হবে, সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরা বাড়াতে হবে। সামাজিক দূরত্ব ভুলে গেলে হবে না। রোববার শনাক্ত ছিল ১০৯ জন। এখন অবহেলা করলে করোনা আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’ খবর বাসসের।

স্বাস্থ্যমন্ত্রী আজ সোমবার সচিবালয়ে বেসরকারি মেডিকেল ও ডেন্টালে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া অটোমেশন-বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘কোভিড এখনো নির্মূল হয়নি, আছে। আমরা একটা স্বাভাবিক অবস্থায় আছি। আমরা যেন অস্বাভাবিক অবস্থায় না যাই, সেই বিষয়ে সবার প্রচেষ্টা দরকার।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে মন্ত্রীরা আক্রান্ত হচ্ছেন, বিশিষ্ট ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তাই সবাইকে অনুরোধ করছি, মাস্ক পরবেন, হাত স্যানিটাইজ করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, টিকা না নিয়ে থাকলে টিকা নেবেন।’

স্বাস্থ্য-বাজেট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, বাজেটে স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা যথেষ্ট। করোনা মোকাবিলায় এশিয়ায় প্রথম ও বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশ।