আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ভেঙে পড়তে পারে- এমন হুঁশিয়ারি দেওয়ার পরপরই এবার ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর অস্ত্রবহরে হামলার হুমকি দিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, ইউক্রেনকে সহযোগিতা হিসেবে পাঠানো পশ্চিমা দেশগুলোর অস্ত্রবহর ইউক্রেনের ভূখণ্ডে পৌঁছালে তা হামলার লক্ষ্যবস্তু হতে পারে। খবর বিবিসি ও আল জাজিরার।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে ১২ মার্চ (শনিবার) দেওয়া এক ভাষণে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সের্গেই রায়াবকফ বলেন, ‘বিভিন্ন দেশ থেকে ইউক্রেনে অস্ত্র পাঠানোর প্রক্রিয়াটি খুবই বিপজ্জনক। এটা আমরা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে জানিয়েছি। সতর্ক করা হয়েছে, অস্ত্রের এসব বহর রুশ হামলার বৈধ লক্ষ্যবস্তু হতে পারে।’ তিনি আরও বলেন, ‘ইউক্রেনের সেনাদের কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে পশ্চিমারা। এসব বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে। তবে ওয়াশিংটন এ সতর্কতা খুব একটা আমলে নেয়নি বলেই মনে হচ্ছে।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়ার বাহিনী।