ছবি: প্রতীকী ছবি

উত্তর কোরিয়া বলেছে, তারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে ৬ জানুয়ারি (বৃহস্পতিবার) এ দাবি করা হয়।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। এর আগে গত সেপ্টেম্বরে দেশটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর খবরে বলা হয়েছে, ৫ জানুয়ারি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এটি ৭০০ কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম।

এর আগে দক্ষিণ কোরিয়া ও জাপান উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানিয়েছিল। যুক্তরাষ্ট্র এই পরীক্ষার নিন্দা জানিয়ে উত্তর কোরিয়াকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে।