সৌদি আরবে এক দিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ১২ মার্চ (শনিবার) এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদি আরবের সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা জানায়, দণ্ডিতদের অনেকের বিরুদ্ধে নারী, শিশুসহ নিরপরাধ মানুষকে হত্যা এবং আইএস ও আল–কায়েদার মতো বিদেশি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ছিল। এ ছাড়া ‘বিপথগামী’বিশ্বাসের জন্যও এদিন কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

আল জাজিরার তথ্যমতে, দণ্ডিত ব্যক্তিদের মধ্যে ইয়েমেনের সাতজন ও সিরিয়ার একজন নাগরিক রয়েছেন।

এর আগে ২০১৬ সালে এক দিনে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সৌদি আরব।