এপিবিএনের ভাসানচর ক্যাম্প কমান্ডারের সঙ্গে ইউএনএইচসিআর প্রতিনিধিদের মতবিনিময়ের একটি মুহূর্ত। ছবি : বাংলাদেশ পুলিশ

৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভাসানচর ক্যাম্প কমান্ডার এ কে এম ফসিহুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রতিনিধিদল।

সোমবার (২৫ মার্চ) ভাসানচরে ক্যাম্প কমান্ডারের কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলের সদস্যরা হলেন ইউএনএইচসিআরের হেড অব অফিস অফিস গ্যালিয়া গুভায়েভা, ডিভিশন অব ইন্টারন্যাশনালের প্রটেকশনের ডেপুটি ডিরেক্টর প্যাট্রিক ইবা এবং সিনিয়র প্রটেকশন অ্যাসোসিয়েট হাজেরা খানম।

সভায় ভাসানচরের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় এপিবিএনের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করা হয়।

ইউএনএইচসিআরের প্রতিনিধিরা ভাসানচর আশ্রয়ণ প্রকল্প ৩-এ নিয়োজিত এপিবিএনের কার্যক্রমের প্রশংসা করেন।