এপিবিএনের হেফাজতে অপহৃত দুই রোহিঙ্গা। ছবি: পুলিশ নিউজ

কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অপহৃত দুই রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের নেচার পার্ক-সংলগ্ন পাহাড়ের পাশ থেকে ভুক্তভোগীদের উদ্ধার করা হয়।

ভুক্তভোগীরা হলেন মোহামর কবির (৩২) ও আহমত উল্লাহ (২৭)। তাঁরা দুজনেই জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

এপিবিএন জানায়, ১৬ জানুয়ারি রাত ৮টার দিকে দুর্বৃত্তরা ভুক্তভোগীদের অপহরণ করেন বলে অভিযোগ আসে। এরপর ভুক্তভোগীদের উদ্ধারে অভিযানে নামে এপিবিএন। একপর্যায়ে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীদের উদ্ধার করা হয়।

ভুক্তভোগীদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং জাদিমুড়া এপিবিএন ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।