পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) অভিযানে মানবতাবিরোধী অপরাধ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ জুন) বিকেলের দিকে যশোর সদর থানাধীন ঝুমঝুমপুরের বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. রুহুল কুদ্দস খাঁন ওরফে কুদ্দস খাঁন ওরফে গোলাম কুদ্দসের (৭৩) বাড়ি নড়াইল সদর থানা এলাকায়।

এটিইউ জানায়, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হওয়ার পর ৮ বছর পলাতক ছিলেন আসামি। সম্প্রতি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। বুধবার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।