অ্যান্টি টেররিজম ইউনিটের অভিযানে গ্রেপ্তার জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য। ছবি: বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। ঢাকার সাভার থানা এলাকায় ১৮ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে ওই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম আতিকুর রহমান সুইট (৫৫)। তাঁর বাড়ি পাবনার আমিনপুর থানায়। বসবাস করতেন সাভারে।

অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যান্টি টেররিজম ইউনিটের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সাভার থানার ছাকিপাড়া এলাকায় ১৮ জানুয়ারি বিকেল সোয়া ৫টার দিকে অভিযান চালিয়ে আতিকুরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আতিকুর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। নিজেদের মতবাদ প্রচারের মাধ্যমে অনলাইনে জঙ্গি সংগঠনের সদস্য সংগ্রহের কাজও করছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানায় দায়ের করা একটি মামলার আসামি। ওই মামলায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিলেন। পরে আত্মগোপন করেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।