মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ছবি: বাংলাদেশ পুলিশ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবির বিপিএম পিপিএম।

গাজীপুরে শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বরকত উল্লাহ খান বিপিএম (সেবা), উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) তানভীর মমতাজ, উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) ইলতুৎ মিশ, অপরাধ উত্তর বিভাগ জাকির হোসেন, উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) মিজানুর রহমান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) হুমায়ুন কবির, উপ-পুলিশ কমিশনার (মহানগর গোয়েন্দা) নুরে আলম, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোট) ফারজানা ইসলাম এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারসহ অন্যান্য কর্মকর্তা।