বরগুনার এসপির আশ্বাসে কাফনের কাপড় জড়িয়ে অনশন ভাঙেন তিন বোন। ছবি: সংগৃহীত

দখল করা জমি ও বসতঘর ফেরত পেতে বরগুনা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া তিন নারীর অনশন ভাঙিয়েছেন জেলার পুলিশ সুপার (এসপি) মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক।

এসপি বাড়ি তৈরি করার আশ্বাস দিলে বুধবার কাফনের কাপড় জড়িয়ে অনশন ভাঙেন ওই তিন সহোদর। পরে বিকেল ৪টার দিকে তিন নারীর বরগুনার বামনা উপজেলার গোলাঘাটার বাড়িতে যান এসপি জাহাঙ্গীর।

সম্পত্তি ও ঘর ফেরত পেতে বুধবার সকালে বরগুনা ডিসি কার্যালয় চত্বরে অনশনে বসেন গোলাঘাটা গ্রামের প্রয়াত আব্দুর রশীদের মেয়ে রুবি আক্তার (২৭), জেসমিন আক্তার (১৮) ও মোসাম্মৎ রোজিনা (১৬)।

অনশনের বিষয়ে বড় বোন রুবি আক্তার সাংবাদিকদের বলেন, ‘মা-বাবা মারা যাওয়ার পর একমাত্র ভাইও মারা যায়। আমার ছোট বোনেরা দূর সম্পর্কের আত্মীয়ের বাসায় থেকে লেখাপড়া করত। তিন বছর আগে আমি বাড়িতে এসে দেখি, আমাদের বাবার সব সম্পত্তি আমার চাচারা এলাকার প্রভাবশালীদের যোগসাজশে দখল করে নিয়েছেন। আমরা জমি বুঝে পেতে চাইলে তাঁরা বলেন, আমাদের জমি নাকি নিলামে কিনে নিয়েছেন। পরে উপজেলা ভূমি অফিসে গিয়ে জানতে পারি, এই জমির কোনো নিলাম হয়নি।’