গোল উদযাপন করছেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

এস্তোনিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে একাই পাঁচ গোল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এর ফলে গতকাল রোববার (৫ জুন) ওসাসুনার আল সাদার স্টেডিয়ামে এস্তোনিয়াকে ৫-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা।

ম্যাচের ৮ মিনিটে স্পট কিক থেকে গোল করেন মেসি। এরপর ৪৫, ৪৭, ৭১ ও ৭৬ মিনিটে আরও চারটি গোল করেন। এ নিয়ে আর্জেন্টিনার জার্সি গায়ে ১৬২ ম্যাচে তাঁর গোলসংখ্যা বেড়ে দাঁড়াল ৮৬।
আর্জেন্টাইন অধিনায়ক এখন সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতার তালিকায় হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাসকে পেছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এলেন। এই তালিকায় পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো ১১৭ গোল করে শীর্ষে রয়েছেন। পরের দুই স্থানে রয়েছেন যথাক্রমে ইরানের আলি দেই (১০৯) ও মালয়েশিয়ার মোখতার দাহারি (৮৯)।

এস্তোনিয়ার বিপক্ষে এই জয়ের মাধ্যমে লিওনেল স্কালোনির দল ৩৩ ম্যাচে অপরাজিত থাকল। ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে সর্বশেষ ম্যাচে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা।

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে খেলবে কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা।