জব্দকৃত ইয়াবা বড়ি। ছবি : কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশের (এপিবিএন) অভিযানে ১০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।

আজ বুধবার (১ ডিসেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে এই অভিযান চালানো হয়।

এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/৯ সংলগ্ন পাহাড়ের পাদদেশে মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদ পাওয়া যায়। সেই সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১২টা ১০ মিনিটে এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে গেলে পলিথিনে মোড়ানো কিছু একটা মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের সামনে পলিথিন খুলে ১০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা বড়ি ও মোবাইল ফোন টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।