পুলিশি হেফাজতে দুই আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

ঈদে পরিবহনে চাঁদাবাজি করতে গিয়ে রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) জালে ধরা পড়েছে দুই চাঁদাবাজ।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন গোয়ালন্দঘাট থানা এলাকার মো. হাবলু চৌধুরী (৬৫) ও ফজলু মোল্লা (৪৯)।

ডিবি রাজবাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, মো. মজনু সরদার (৩২) নামের এক মাহেন্দ্র গাড়িচালকের অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁরা ভুয়া স্লিপের মাধ্যমে গাড়িচালকদের কাছ থেকে চাঁদাবাজি করছিলেন। এ সময় চাঁদা আদায়ের দুটি রশিদ বই, আদায় করা ৮ হাজার টাকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে পলাতক আসামি ফিরোজ আহম্মেদ জুয়েলের নেতৃত্বে মাহেন্দ্র গাড়িচালকদের কাছ থেকে চাঁদা আদায় করছিল চক্রটি। দৌলতদিয়া থেকে রাজবাড়ী রোডে চলাচল করা প্রতিটি মাহেন্দ্র গাড়ি থেকে ২০০ থেকে ২৫০ টাকা চাঁদা আদায় করা হচ্ছিল। আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মামলা করা হয়েছে।

ভুক্তভোগীরা বলছেন, চাঁদাবাজদের গ্রেপ্তারে তাঁদের মাঝে স্বস্তি ফিরেছে। তাঁরা পুলিশের কাছ থেকে এমন তৎপরতা আশা করেন।