ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম বৃহস্পতিবার সুবিধাবঞ্চিতদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেন। ছবি: ডিএমপি নিউজ

ঈদের অনাবিল আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিতদের মধ্যে ঈদসামগ্রী ও ইফতার বিতরণ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম।

বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে ডিএমপির ওয়ারী বিভাগ ধলপুর কমিউনিটি সেন্টারে ঈদসামগ্রী ও ইফতার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ওই সময় ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদ সৌহার্দ্য ও খুশির বার্তা নিয়ে আসে। ইসলাম শিক্ষা দেয় আনন্দ শুধু একা উপভোগ করার বিষয় নয়, সবাইকে নিয়ে উপভোগ করতে হবে। এ জন্য ইসলামে জাকাত, ফিতরার ব্যবস্থা করা হয়েছে, যাতে আনন্দ সবাই ভাগাভাগি করতে পারে।’

তিনি বলেন, ‘দেশে এমন অনেক পরিবার আছে, যারা আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারে না। কারণ তাদের এক বেলার খাবার আছে তো আরেক বেলার খাবার নাই। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনা করে সারা দেশে বয়স্ক ও বিধবাদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। তিনি ভূমিহীন ও গৃহহীনদের ঘরের ব্যবস্থা করে দিয়েছেন।’

খন্দকার গোলাম ফারুক বলেন, ‘করোনার সময় পুলিশ মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছে। বাপ ছেলের আর ছেলেরা মায়ের লাশ ফেলে গেলেও পুলিশ সেই লাশ দাফন করেছে। এ কাজ করতে গিয়ে ১০৬ জন পুলিশ করোনায় মারা গিয়েছেন, কিন্তু পুলিশ সেবা দেওয়া থেকে কখনও বঞ্চিত করেনি।’

তিনি আরও বলেন, ‘কয়েক দিন আগে আপনারা দেখেছেন, নিউ মার্কেটে যখন আগুন লাগল, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দোকানে আগুন থেকে বাঁচাতে মাথায় করে কাপড়ের বস্তা নিচে নামিয়ে দিয়েছে। পুলিশ নিজস্ব ডিউটির পাশাপাশি সবসময় এ ধরনের কাজ করে।’