যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে পরমাণু আলোচনার সময় ক্রমেই ফুরিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক কর্মকর্তা।

তিনি বলেছেন, চুক্তির কাজ এগিয়ে নিতে সহায়তার জন্য সরাসরি আলোচনার ব্যাপারে সম্মত হতে তেহরানের প্রতি আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র। খবর বাসসের।

পরমাণু চুক্তির পটভূমি নিয়ে কথা বলার সময় ওই কর্মকর্তা বলেন, পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের পথে ইরানের পরমাণু কর্মসূচি একেবারে ‘কাছাকাছি অবস্থানে’ পৌঁছে গিয়েছিল। এর মাত্র কয়েক সপ্তাহ আগে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে তাঁদের এ পরমাণু কর্মসূচি বন্ধ রাখা হবে মর্মে তারা একটি চুক্তিতে উপনীত হয়।

ওই কর্মকর্তা বলেন, ‘ইরান, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়ার অংশগ্রহণে ২০১৫ সালের চুক্তি রক্ষার আলোচনায় সব পক্ষের কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বলে আমি মনে করি।’

যুক্তরাষ্ট্র ও ইরানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত সমঝোতায় পৌঁছালে সব পক্ষের জন্য যেকোনো আলোচনার সন্তোষজনক পথ খুঁজে পাওয়া যাবে।’