মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা পুলিশের হেফাজতে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী। ছবি: বাংলাদেশ পুলিশ

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ইসমত আলী (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৪ মে) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার হামরকোনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান নাইমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের হামরকোনা শেখবাড়ীস্থ ইসমত আলীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে তাঁর পরনের শার্টের পকেটের ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২৫ পিস এবং তাঁর পরনের লুঙ্গির কোঁছা থেকে আরও ১০০ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ইসমত মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের হামরকোনা গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।