ইন্ডিয়া গেটে নেতাজীর মূর্তি। ছবি: সংগৃহীত

ভারতের স্বাধীনতাসংগ্রামের অবিসংবাদিত নেতা, নেতাজি সুভাষ চন্দ্র বসুর হলোগ্রাম মূর্তি স্থাপন করা হয়েছে ঐতিহাসিক ইন্ডিয়া গেটে।

রোববার সন্ধ্যায় মূর্তিটি স্থাপন করা হয়েছে। খবর বাসসের।

ভূতপূর্ব ভারতীয় জাতীয় সেনাবাহিনীর (আইএনএ) নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি ভারতের কৃতজ্ঞতার প্রতীক হিসেবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মূর্তিটি উন্মোচন করেন।

নেতাজির মূর্তিটি ইন্ডিয়া গেটে যেখানে স্থাপন করা হয়েছে, সেখানে একসময় রাজা পঞ্চম জর্জের মূর্তি ছিল।

একটি গ্রানাইট মূর্তি এই জায়গায় স্থাপনের জন্য নির্দিষ্ট করা হয়েছে। সেটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত হলোগ্রাম মূর্তিটি সেখানে থাকবে।