ছবি : সংগৃহীত

ক্যামেরুনের রাজধানী ইয়াওন্দির একটি নৈশক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

গতকাল রোববার (২৩) জানুয়ারি ভোরে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে। খবর সিএনএনের।

সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে সাধারণত নৈশক্লাবে যেসব আতশবাজি পোড়ানো হয় সেখান থেকেই আগুনের সূত্রপাত। আতশবাজি বিস্ফোরণে আগুন ভবনটিতে ছড়িয়ে পড়ে।

নৈশক্লাবটির এক নিরাপত্তা প্রহরী বলেন, রাত ২টার কিছু পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং অধিকাংশ গ্রাহক রাত ৩টার দিকে এসে থাকেন। অনেক হতাহতের ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।