রবীচন্দ্রন অশ্বিন। ছবি: সংগৃহীত

২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে কয়েকবার ইনজুরিতে পড়া এবং যথেষ্ট সমর্থন না পাওয়ায় ক্রিকেট থেকে অবসরের চিন্তা করেছিলেন ভারতের পক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি রবীচন্দ্রন অশ্বিন।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন। খবর বাসসের।

অশ্বিন বলেন, ‘আমি অনেক কারণেই অবসরের কথা ভেবেছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়েছে, মানুষজন আমার ইনজুরির প্রতি যথেষ্ট সহানুভূতিশীল নয়। আমার মনে হয়েছিল, অনেক মানুষকেই তো অনেকে সমর্থন করেছে, তবে আমাকে কেন নয়? আমি তো কম কিছু করিনি।’

হাঁটু, পেটসহ বেশ কিছু জায়গায় ইনজুরিতে ভুগেছিলেন ৩৫ বছর বয়সী অশ্বিন।
আগামী রোববার থেকে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের আগে অশ্বিন বলেন, ‘আমি বোধ হয় ভালো করতে পারছিলাম না। ভেবেছিলাম হয়তো আমার অন্য কিছু খুঁজে বের করার চেষ্টা করা উচিত এবং সেটিই চমৎকার হতে পারে।’

টেস্টে ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ শিকারি হতে আর মাত্র ৭ উইকেট প্রয়োজন অশ্বিনের। এ উইকেটগুলো পেলে বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেবকে টপকে যেতে পারবেন তিনি।

১৩১ টেস্টে ৪৩৪ উইকেট কপিলের। ৮১ টেস্টে ৪২৭ উইকেট রয়েছে অশ্বিনের।

১৩২ টেস্টে ৬১৯ উইকেট নিয়ে ভারতের পক্ষে সবার শীর্ষে স্পিনার অনিল কুম্বলে।