বিশ্ব ইজতেমায় মুসল্লিদের মধ্যে ডিএমপির উত্তরা বিভাগ সুপেয় পানির বোতল বিনা মূল্যে বিতরণ করেছে। ছবি: বাংলাদেশ পুলিশ

বিশ্ব ইজতেমায় মুসল্লিদের সুপেয় পানির সংকটের কথা মাথায় রেখে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ১ লাখ সুপেয় পানির বোতল বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।

বিশ্ব ইজতেমায় মুসল্লিদের মধ্যে ডিএমপির উত্তরা বিভাগ সুপেয় পানির বোতল বিনা মূল্যে বিতরণ করেছে। ছবি: বাংলাদেশ পুলিশ

মুসল্লিদের সুপেয় পানির সংকটের বিষয়টি জানার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের নির্দেশে উত্তরা বিভাগের ডেপুটি কমিশনার (ডিসি) মো. শাহজাহান পিপিএম এই পানির বোতল বিতরণ করেন।
বিশ্ব ইজতেমায় মুসল্লিদের মধ্যে ডিএমপির উত্তরা বিভাগ সুপেয় পানির বোতল বিনা মূল্যে বিতরণ করেছে। ছবি: বাংলাদেশ পুলিশ

ডেপুটি কমিশনার (ডিসি) মো. শাহজাহান পিপিএম বলেন, “আমরা চেষ্টা করছি তৃষ্ণার্ত মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়ানোর। এখানে অনেকেই দূরদূরান্ত থেকে এসেছেন। অনেকে বিশুদ্ধ পানির জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন। মুসল্লিদের জন্য তিনটি বুথ করা হয়েছে যেখান থেকে ১ লাখ পানির বোতল বিতরণ করা হচ্ছে।’ এ সময় তিনি বিত্তশালী ও সুহৃদদের মুসল্লিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিশ্ব ইজতেমায় মুসল্লিদের মধ্যে ডিএমপির উত্তরা বিভাগ সুপেয় পানির বোতল বিনা মূল্যে বিতরণ করেছে। ছবি: বাংলাদেশ পুলিশ

গাজীপুরের টঙ্গীর তুরাগপাড়ে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ‘বিশ্ব ইজতেমা-২০২৪’ আজ ৪ ফেব্রুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। ইজতেমায় আগত লাখো মুসল্লির নিরাপত্তা প্রদান, যাতায়াত সহজ করাসহ অন্যান্য সব বিষয়ে ডিএমপির উত্তরা বিভাগ নিরবচ্ছিন্নভাবে কাজ করেছে।
বিশ্ব ইজতেমায় মুসল্লিদের মধ্যে ডিএমপির উত্তরা বিভাগ সুপেয় পানির বোতল বিনা মূল্যে বিতরণ করেছে। ছবি: বাংলাদেশ পুলিশ