টিকিট কালোবাজারি বন্ধে রেলওয়ে পুলিশের জনসচেতনতামূলক সভা। ছবি: বাংলাদেশ পুলিশ

ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে রেলওয়ে পুলিশ বিভিন্ন জায়গায় জনসচেতনতামূলক সভা করেছে। ৩ ফেব্রুয়ারি (শনিবার) এসব সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর রেলওয়ে থানার ইনচার্জের সভাপতিত্বে চট্টগ্রাম রেলওয়ে জেলার আওতাধীন চাঁদপুর কোর্ট রেলওয়ে স্টেশনে, সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জের সভাপতিত্বে সীতাকুণ্ড-ইয়াকুবনগর রেললাইন এলাকায়, কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জের সভাপতিত্বে কুমিল্লা ধর্মপুর রেললাইন এলাকায় সভা হয়।

সভাগুলোয় উপস্থিত ছিলেন স্থানীয় রেলওয়ে স্টাফ, যাত্রী, দোকানদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রেললাইনের পাশে বসবাসরত জনসাধারণ। সভায় কালোবাজারির কাছ থেকে টিকিট না কিনতে এবং কালোবাজারিকে আইনের আওতায় আনতে রেলওয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।