ছবি : সংগৃহীত

গত দুই দশকে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখল ইকুয়েডর। বন্যায় চলতি সপ্তাহে ২৭ জনের মৃত্যু হয়েছে। খবর বাসসের।

এ ছাড়া আহত হয়েছেন আরও ৫৩ জন। দেশটির পৌরসভার কর্মকর্তারা শুক্রবার (৪ ফেব্রুয়ারি) এ খবর জানান।

বন্যায় বাড়িঘর তলিয়ে গেছে, গাড়ি ভেসে গেছে। এ ছাড়া বন্যার আকস্মিকতায় খেলার মাঠের ভলিবল খেলোয়াড় ও দর্শনার্থীও ভেসে গেছে।

কিউটোর নিরাপত্তা কর্মকর্তা গুইডো নুনেজ সাংবাদিকদের এ বলেন, দুজন লোক এখনো নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

কিউটো মেয়র সান্টিয়াগো গার্ডারাস জানান, সোমবারের তুমুল বৃষ্টির কারণে স্বাভাবিকের চেয়ে চার গুণ বেশি পাহাড়ি ঢলের সৃষ্টি হয়। ওই দিন প্রতি বর্গমিটারে ৭৫ লিটার করে বৃষ্টি হয়, যা ২০০৩ সালের পর আর হয়নি। এটি রেকর্ড সৃষ্টিকারী।