প্রতীকী ছবি

দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

পিয়ংইয়ংয়ের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘণ্টা পরেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো দেশটি। খবর বাংলাদেশ প্রতিদিনের।

আজ শুক্রবার (১৪ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, উত্তর পিয়ংগান প্রদেশ থেকে উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ধারণা করা হচ্ছে,দুটিই স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র।

চলতি বছর এ নিয়ে উত্তর কোরিয়া তৃতীয় বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো।

জাপানের উপকূলরক্ষীরা জানিয়েছে, তারা স্থানীয় সময় দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে উত্তর কোরিয়া থেকে উৎক্ষেপণ করা একটি বা তার বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।