গোলের পর উদযাপন করছেন বার্সেলোনার ফুটবলাররা। ছবি: সংগৃহীত

উয়েফা ইউরোপা লিগে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। এর আগে ন্যু ক্যাম্পে প্রথম লেগের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচে অপরাজিত জাভি হার্নান্দেজের দল।

বৃহস্পতিবার রাতে ম্যাচের ২৮ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকেরা। চিচালদাওয়ের কর্নার থেকে পাওয়া বল জালে জড়ান ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কাও। তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি বার্সেলোনা। ৩৯তম মিনিটে পেদ্রির দারুণ গোলে সমতায় ফেরে কাতালানরা।

বিরতির পর ৪৯তম মিনিটে দলীয় প্রচেষ্টায় ব্যবধান বাড়ায় বার্সেলোনা। গোল করেন পিয়েরে এমরিক অবামেয়াং। শেষ দিকে ম্যাচে ফেরার চেষ্টা করলেও আর ঘুরে দাঁড়াতে পারেনি গালাতাসারাই। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।