ইউক্রেনের কিয়েভে বোমায় ক্ষতিগ্রস্ত একটি সেতুর নিচে উদ্ধার তৎপরতা। ছবি: সংগৃহীত

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। এরপর থেকে এখন পর্যন্ত অন্তত ৩৫১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০৭ জন। শনিবার জাতিসংঘের একটি পর্যবেক্ষণ মিশন এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) জানায়, হতাহতদের বেশির ভাগই গোলা, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার শিকার হয়েছে। ইউক্রেনে তুমুল লড়াই চলছে এমন অনেক এলাকা থেকে তথ্য পেতে দেরি হচ্ছে। এ ছাড়া হাতে আসা অনেক তথ্যের বস্তুনিষ্ঠতা এখনও নিশ্চিত নয়। সংস্থাটি বলেছে, হতাহত সংখ্যা প্রকাশিত তথ্যের চেয়ে বেশি হতে পারে।

এদিকে শনিবার রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের মারিউপোল ও ভোলনোভাখা শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে মানবিক করিডর তৈরির ঘোষণা দেয় রাশিয়া। তবে ইউক্রেনের দাবি, মস্কো যুদ্ধবিরতি বা মানবিক করিডরের ঘোষণা- কোনোটিই মানছে না। শহর দুটিতে হামলা অব্যাহত রয়েছে।