ইউক্রেনে একটি বেকারি কারখানায় গোলার আঘাতে ১৩ জন নিহত হয়েছেন। রাজধানী কিয়েভের প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে মকারিভে ৭ মার্চ (সোমবার) ওই হামলা হয় বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ। খবর এএফপির।

উদ্ধারকর্মীরা বলেছেন, গোলা বর্ষণের সময় ওই বেকারি কারখানা এলাকার মধ্যে প্রায় ৩০ জন ছিলেন।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে অভিযান শুরু করেছে। এরপর দেশটির বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়ার সেনারা। অবরুদ্ধ করে রেখেছে খারকিভ, মাইকোলাইভসহ বেশ কয়েকটি শহর ও বন্দর।