ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

রাশিয়া ইউক্রেনে পরমাণু হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ জন্য পৃথিবীর সব দেশকে প্রস্তুত থাকা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (১৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। খবর বাংলাদেশ প্রতিদিনের।

জেলেনস্কি বলেন, ‘শুধু আমি নই, সারা পৃথিবীর, সব দেশের ভীত হওয়ার কারণ রয়েছে কারণ এটি সঠিক তথ্য নাও হতে পারে, কিন্তু এটা সত্যি হতেও পারে।

‘আমাদের ভীত না হওয়ার চিন্তা করা উচিত, ভীত হওয়া নয় কিন্তু প্রস্তুত থাকতে হবে। এটা শুধু ইউক্রেনের জন্য প্রশ্ন নয়, সারা পৃথিবীর জন্য, আমার মনে হয়।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। রুশ ভাষাভাষী অধ্যুষিত এই দুটি অঞ্চল একত্রে ‘ডোনবাস’ নামে পরিচিত। স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পর অঞ্চল দুটিকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এখন পর্যন্ত ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।