প্রতীকী ছবি

অস্ট্রিয়ায় করোনার টিকার পূর্ণ ডোজ না নেওয়া প্রায় ২০ লাখ মানুষকে লকডাউনে রাখা হয়েছে। খবর সমকালের।

দেশটিতে সম্প্রতি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

অস্ট্রিয়ার চ্যান্সেলর আলেকজান্ডার শ্যালেনবার্গ বলেন, ‘আমরা এই পদক্ষেপকে হালকাভাবে নিচ্ছি না, তবে দুর্ভাগ্যজনকভাবে এটা প্রয়োজনীয়।’

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, টিকা না নেওয়া ব্যক্তিরা কাজকর্ম বা খাবার কেনার মতো খুব সীমিত কিছু কারণে ঘরের বাইরে যাওয়ার অনুমতি পাবে।

অস্ট্রিয়ার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশটির ৬৫ শতাংশ মানুষ টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছে, যে হার পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে কম।

এদিকে অস্ট্রিয়ায় গত সাত দিনে সংক্রমণের হার প্রতি ১ লাখ মানুষের বিপরীতে ৮০০ জনে দাঁড়িয়েছে, যা সংক্রমণের উচ্চহারের দিক দিয়ে অস্ট্রিয়াকে ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় দেশে পরিণত করেছে।