দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে হুড়োহুড়িতে দেড় শতাধিক নিহত হয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও অন্তত ৮২ জন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ২৯ অক্টোবর (শনিবার) স্থানীয় সময় রাত ১০টার পর সিউলের বিনোদনকেন্দ্র খ্যাত ইতায়ওনে ঘটনাটি ঘটে। সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৫১ জন হয়েছে। ৩০ অক্টোবর (রোববার) সিউল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ১৯ জন বিদেশিও রয়েছেন। ওই ঘটনার পর অন্তত ৩৫৫ জন নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় দক্ষিণ কোরিয়ায় জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইয়ল। ঘটনাস্থল পরিদর্শন করে প্রেসিডেন্ট ইউন বলেন, ‘এ শোক আসলে সইবার মতো নয়। এতগুলো মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার দায় আমি এড়াতে পারি না।’

কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিতভাবে জানা না গেলেও তদন্তে নেমেছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। তবে স্থানীয় কিছু সংবাদমাধ্যমের খবর, একজন সেলিব্রিটি ইতায়ওনে এসেছেন বলে খবর ছড়ানোর পর সেদিকে জনস্রোত নামে। তখনই হুড়োহুড়ি শুরু হয়।